আরব আমিরাতের দুবাই (DUBAI) আজকের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ রমজান ক্যালেন্ডার PDF

UAE দুবাই আজকের সেহরি ও ইফতারের সময়। পবিত্র রমজান আজ ০৫ এপ্রিল ২০২৩ তারিখ থেকে শুরু হয়েছে। পৃথিবীজুড়ে বিভিন্ন দেশে বাংলাদেশের প্রবাসীরা অবস্থান করতেছে । আপনাদের সুবিধার্থে পবিত্র রমজান মাসের সেহরি এবং ইফতারের সময়সূচি এখানে দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই। এখানে অনেক বাংলাদেশি বা বাঙালি প্রবাসীরা অবস্থান করতেছেন । অনলাইনের মাধ্যমে তারা সময়সূচী দেখতে আগ্রহী । এখান থেকে আপনারা সময়সূচী সহজে দেখতে পারবেন বাংলাতে । কখন আপনারা সেহরি খাবেন এবং কখন ইফতার এর সময় আসবে তা আপনারা দেখতে পারবেন ।
DUBAI সেহরি ও ইফতারের সময় দেখুন এখানে
আরব আমিরাতের দুবাই অবস্থিত সকল বাংলাদেশী প্রবাসী ভায়েরা আপনারা এই রমজান মাসে ইফতারের সময়সূচি ও সেহরির সময়সূচি আমাদের এই সাইটটি থেকে প্রতিদিন আপডেট দেখে নিতে পারবেন। যদি কোনো ধরনের ভুল ত্রুটি লক্ষ পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মাহে রমজান উপলক্ষে আপনাদের ইবাদত আল্লাহ কবুল করুণ আমিন।
Today Sehri & Iftar Time – United Arab Emirates
Today Sehri & Iftar Time: দুবাই ০৫ এপ্রিল ২০২৩
এছাড়াও ইফতারের দোয়া সেহরির দোয়া আপনারা দেখতে পারবেন। সবার আগে রমজানের ক্যালেন্ডার টি আপনারা দেখে নিন। এখান থেকে এছাড়াও আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবে… রমজান ক্যালেন্ডার আসুন সংযুক্ত আরব আমিরাত এর বাণিজ্যিক নগরী দুবাই এর স্থানীয় সময় অনুযায়ী ইফতার এবং সেহরির সময়সূচী দেখুন।
UAE দুবাই আজকের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩
ইসলামিক ক্যালেন্ডারে রমজান একটি মাসব্যাপী পালন যা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখে। দুবাই সহ সংযুক্ত আরব আমিরাতের রমজানের সময়টি চাঁদ দেখার উপর ভিত্তি করে বছরের পর বছর কিছুটা পরিবর্তিত হতে পারে।
দুবাই সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩
দুবাইতে 2023 সালের রমজানের জন্য, আনুমানিক তারিখগুলি বৃহস্পতিবার, ২৩ মার্চ থেকে রবিবার, 23 এপ্রিল পর্যন্ত। সেহেরি খাবারটি সূর্যোদয়ের আগে খাওয়া হয় দুবাইতে, সাহরীর সময় ভোর 4:00 থেকে শুরু হয়ে ভোর 4:30 টার দিকে শেষ হতে পারে।
ফজরের নামাজ: এটি দিনের প্রথম নামাজ এবং সূর্যোদয়ের আগে আদায় করা হয়। দুবাইয়ে ফজরের নামাজের সময় প্রায় ভোর ৪টা ৪২ মিনিট।
ইফতার: এটি এমন খাবার যা সূর্যাস্তের সময় রোজা ভেঙে দেয়, যা সাধারণত পরিবার এবং বন্ধুদের সাথে একটি উত্সব উপলক্ষ হিসেবে খাওয়া হয়ে থাকে। দুবাইতে ইফতারের সময় হতে পারে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের কাছাকাছি।
মাগরিবের সালাত: এটি সূর্যাস্তের পরপরই করা নামায। দুবাইতে মাগরিবের নামাজের সময় প্রায় সন্ধ্যা ৭:০২।
তারাবিহ নামাজ: এটি একটি অতিরিক্ত নামাজ যা রমজানে ইশার নামাজের পরে করা হয়। দুবাইতে, তারাবিহ নামাজ সাধারণত ইশার নামাজের পরে মসজিদে অনুষ্ঠিত হয়।
দুবাই সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ দেখুন এখানে
Day | SEHRI | IFTAR | DATE |
---|---|---|---|
1 | 05:01 AM | 6:32 PM | 23 Mar 2023 |
2 | 05:00 AM | 6:33 PM | 24 Mar 2023 |
3 | 04:59 AM | 6:33 PM | 25 Mar 2023 |
4 | 04:57 AM | 6:34 PM | 26 Mar 2023 |
5 | 04:56 AM | 6:34 PM | 27 Mar 2023 |
6 | 04:55 AM | 6:34 PM | 28 Mar 2023 |
7 | 04:54 AM | 6:35 PM | 29 Mar 2023 |
8 | 04:53 AM | 6:35 PM | 30 Mar 2023 |
9 | 04:52 AM | 6:36 PM | 31 Mar 2023 |
10 | 04:51 AM | 6:36 PM | 01 Apr 2023 |
11 | 04:50 AM | 6:37 PM | 02 Apr 2023 |
12 | 04:48 AM | 6:37 PM | 03 Apr 2023 |
13 | 04:47 AM | 6:37 PM | 04 Apr 2023 |
14 | 04:46 AM | 6:38 PM | 05 Apr 2023 |
15 | 04:45 AM | 6:38 PM | 06 Apr 2023 |
16 | 04:44 AM | 6:39 PM | 07 Apr 2023 |
17 | 04:43 AM | 6:39 PM | 08 Apr 2023 |
18 | 04:42 AM | 6:40 PM | 09 Apr 2023 |
19 | 04:40 AM | 6:40 PM | 10 Apr 2023 |
20 | 04:39 AM | 6:41 PM | 11 Apr 2023 |
21 | 04:38 AM | 6:41 PM | 12 Apr 2023 |
22 | 04:37 AM | 6:42 PM | 13 Apr 2023 |
23 | 04:36 AM | 6:42 PM | 14 Apr 2023 |
24 | 04:35 AM | 6:42 PM | 15 Apr 2023 |
25 | 04:34 AM | 6:43 PM | 16 Apr 2023 |
26 | 04:33 AM | 6:43 PM | 17 Apr 2023 |
27 | 04:31 AM | 6:44 PM | 18 Apr 2023 |
28 | 04:30 AM | 6:44 PM | 19 Apr 2023 |
29 | 04:29 AM | 6:45 PM | 20 Apr 2023 |
30 | 04:28 AM | 6:45 PM | 21 Apr 2023 |
ইফতার আগে ও পরে যে দুআ পডবেন
بِسْمِ الله – اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُ
উচ্চারণ : ‘বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আলা রিযক্বিকা আফত্বারতু।
অর্থ : ‘আল্লাহর নামে (শুরু করছি); হে আল্লাহ! আমি তোমারই জন্যে রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি।’ (আবু দাউদ, মিশকাত)
ইফতার খাওয়ার আগে ও পরের দুয়া আরো দেখুন
সেহরি খাওয়ার আগে ও পরে দোয়া
সেহেরি এবং ইফতার সময়ে নিম্নলিখিত দুটি দু’আ পড়া উচিত
সেহেরি খাওয়ার সময় দু’আ হল:
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِرَحْمَتِكَ الَّتِي وَسِعَتْ كُلَّ شَيٍْء
এর অর্থ হল, “হে আল্লাহ! আমি তোমার রহমত চাই যা সকল কিছুতে ব্যাপক প্রসারিত।”
সেহরি খাওয়ার আগে ও পরের দুয়া আরো দেখুন
সেহেরি খাওয়ার পড়ে দু’আ হল:
نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
উচ্চারণ: নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন্ শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস্ সামিউল আলিম।
অর্থ: হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র মাহে রমজানের নির্ধারিত ফরজ রোজা রাখার নিয়ত করলাম। অতএব তুমি আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।
Related