শিক্ষা বার্তা

ইউনিক আইডি ফরম পূরণ ও ডাটা এন্ট্রির সময় বেড়েছে

শিক্ষার্থীদের ইউনিক আইডি ফরম পূরণ ও ডাটা এন্ট্রির সময় বাড়ানো হয়েছে ৩১ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত। শিক্ষার্থীদের ইউনিক আইডির জন্য ডাটা এন্ট্রির সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিক্স’ (সিআরভিএস) ব্যবস্থার আলোকে এ সময়সীমা বাড়ানো হয়। ১৯ ডিসেম্বর ২০২২ তারিখে শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর ‘এস্টাবলিশমেন্ট অব ইন্টিগ্রেটেড এডুকেশনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ (আইইআইএমএস) প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. মো. নাসির উদ্দিন গনির সই করা এক অফিস আদেশে ৩১ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত এ সময়সীমা বাড়ানো হয়। এর আগেও কয়েক দফায় সময় বাড়ানো হয়।

ইউনিক আইডি ফরম পূরণ ও ডাটা এন্ট্রি ২০২২

কার্যক্রম :ফরম পূরণ ও ডাটা এন্ট্রির সময়সীমা
শেষ তারিখ :৩১ ডিসেম্বর ২০২২
শ্রেণি :মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়
ইউনিক আইডি ফরম পূরণ ও ডাটা এন্ট্রি ২০২২

ইউনিক আইডি ফরম পূরণ করার তারিখ ২০২২

অফিস আদেশে বলা হয়েছে, আইইআইএমএস প্রকল্পের আওতায় সিআরভিএস ব্যবস্থার আলোকে মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেজ প্রণয়ন ও ইউআইডি দিতে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায় থেকে স্টুডেন্ট প্রোফাইল ডেটাবেজে সফটওয়ারের মাধ্যমে ডাটা এন্ট্রির কাজ চলমান রয়েছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত ডাটা এন্ট্রির সময় নির্ধারিত ছিল। এ সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) আইইআইএমএস প্রকল্পের আওতায় প্রাথমিক শিক্ষার্থীদের ইউনিক আইডি (একক পরিচয়) দিতে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সময় শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়নের কাজ শুরু করে। প্রোফাইলে একজন শিক্ষার্থীর যাবতীয় তথ্য থাকবে। প্রোফাইলের তথ্য থেকে তৈরি করা হবে ইউনিক আইডি। এই আইডি থেকেই পরবর্তী সময়ে জাতীয় পরিচয়পত্র পাবে শিক্ষার্থীরা।

বিভাগভিত্তিক উল্লেখিত সময়ের মধ্যে ডাটা এন্ট্রি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে। এক বিভাগের প্রতিষ্ঠান অন্য বিভাগের জন্য নির্ধারিত সময়ে দেওয়া যাবে না বলেও উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন :

Rate this post

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!