শিক্ষা বার্তা

এনইউবিটিকে ক্রিকেট উদ্বোধনী ম্যাচে সাংবাদিকতা বিভাগের জয়

নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনায় (এনইউবিটিকে) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে প্রতিযোগিতাটি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের আটটি বিভাগ এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

উদ্বোধনী ম্যাচে ইংরেজি বিভাগের বিপক্ষে মাঠে নামে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ। ইংরেজি বিভাগকে চার উইকেটে পরাজিত করে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ জয় ছিনিয়ে আনে।

সংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী এহোসানুল হক ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন। উদ্বোধনী পর্বে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এটিএম জহির উদ্দিন বলেন, “খুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে নর্দার্ন বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে প্রথম ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে। এ ধরণের আয়োজন দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্রুতই নির্মাণকাজ সম্পন্ন করার মাধ্যমে ক্যাম্পাসকে আরো প্রাণবন্ত করে তোলা হবে।”

উদ্বোধনী পর্বে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শাহ আলম, ইংরেজি বিভাগের প্রধান মো. ওবায়দুল্লাহ, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান মুস্তাফির রহমান অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আগামী ১৪ জানুয়ারি শনিবার টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Rate this post

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!