এসএসসি রেজাল্ট ২০২২ কবে দিবে, কিভাবে জানা যাবে [SSC result 2022]
![এসএসসি রেজাল্ট ২০২২ কবে দিবে, কিভাবে জানা যাবে [SSC result 2022] Khobor Barta 24 Breaking News](https://khoborbarta24.com/wp-content/uploads/2023/08/breaking-news.jpg)
এসএসসি রেজাল্ট ২০২২ কবে দিবে – কিভাবে জানা যাবে, এসব প্রশ্ন অধিকাংশ পরীক্ষার্থীর। ২৪ নভেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২২ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট [SSC result 2022] ২৮ নভেম্বর ২০২২ তারিখে প্রকাশিত হবে। কিভাবে ফলাফল জানা যাবে, সেই পদ্ধতি বা নিয়মও জানিয়ে দেয়া হয়েছে নোটিশে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড ইতোপূর্বে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ফলাফল প্রকাশ সংক্রান্ত প্রস্তাবনা পাঠানোর পর যথাযথ অনুমোদনক্রমে ২৮ নভেম্বর ২০২২ তারিখে ফলাফল প্রকাশের দিন ধার্য করা হয়েছে।
এর আগে, আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ২৫ অক্টোবর গণমাধ্যমকে বলেছিলেন, এসএসসির উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে, নভেম্বরের মাঝামাঝি তা শেষ হবে। ফলাফল প্রকাশের জন্য ২৭ থেকে ৩০ নভেম্বর অথবা ১ ডিসেম্বর সম্ভাব্য সময় উল্লেখ করে নভেম্বরের প্রথম সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হবে।
এরপর ২৮ নভেম্বর ২০২২ তারিখটি ফলাফল প্রকাশের জন্য অনুমোদন পাওয়ায় এই দিনটিতেই এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হয়। ইতোমধ্যে অনেক পরীক্ষক উত্তরপত্র মূল্যায়ন করে শিক্ষা বোর্ডে পাঠাতে শুরু করেছেন। কোথাও কোথাও উত্তরপত্র মূল্যায়ন যাচাই শেষ পর্যায়ে রয়েছে।
এসএসসি পরীক্ষা ২০২২
পরীক্ষা : | মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) / সমমান |
সাল : | ২০২২ |
পরীক্ষার্থী : | ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন |
পরীক্ষার তারিখ : | ১৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২২ |
ফলাফলের ওয়েবসাইট : | http://www.educationboardresults.gov.bd |
এসএসসি রেজাল্ট ২০২২ প্রকাশের নোটিশ
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত একটি নোটিশ ২৪ নভেম্বর ২০২২ তারিখে প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। এই নোটিশে ২৮ নভেম্বর ২০২২ তারিখে ফলাফল প্রকাশ করা হবে বলে বলা হয়েছে এবং Online ও SMS এর মাধ্যমে কিভাবে ফলাফল জানা যাবে, সেটিও জানানো হয়েছে।
![এসএসসি রেজাল্ট ২০২২ কবে দিবে, কিভাবে জানা যাবে [SSC result 2022] এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২ - এসএসসি পরীক্ষার ফলাফল ২০২২ - ssc result 2022 - ssc mark sheet 2022 https://dhakaeducationboard.gov.bd http://www.educationboardresults.gov.bd](https://khoborbarta24.com/wp-content/uploads/ssc-result-notice-2022.jpg)
এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
SSC Result 2022 by SMS
SSC <Space> First 3 letters of board <Space> Roll <Space> 2021 and Send it to 16222
Example: SSC DHA 123546 2021 and send it to 16222
For Dakhil Result
Alim<Space> MAD <Space> Roll <Space> 2021 and Send it to 16222
Example: Alim MAD 123456 2021 and send it to 16222
For Technical Board Result 2022
HSC <Space> TEC <Space> Roll <Space> 2021 and Send it to 16222
Example: SSC TEC 123456 2020 and send it to 16222
![এসএসসি রেজাল্ট ২০২২ কবে দিবে, কিভাবে জানা যাবে [SSC result 2022] এসএসসি রেজাল্ট ২০২২ জানার নিয়ম - ssc result 2023 - এসএসসি রেজাল্ট জানার নিয়ম ২০২২ - http://www.educationboardresults.gov.bd/](https://edudaily24.files.wordpress.com/2022/11/ssc-result-check-2022.jpg)
সব বোর্ডের এসএসসি রেজাল্ট ২০২২ দেখার নিয়ম – ssc result 2022 bangladesh [Video]
পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন
২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি বোর্ডের অধীনে মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। সারা দেশে ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। করোনাভাইরাসের কারণে শ্রেণিক্ষে পাঠদান বাধাগ্রস্ত হওয়ায় সংক্ষিপ্ত সিলেবাসে এবারের পরীক্ষা নেওয়া হয়।
এসএসসি পরীক্ষার রেজাল্ট গ্রেডিং সিস্টেম
Marks | Grade Point | Letter Grade |
0 to 32 | 0.00 | F |
33 to 39 | 1.00 | D |
40 to 49 | 2.00 | C |
50 to 59 | 3.00 | B |
60 to 69 | 3.50 | A- |
70 to 79 | 4.00 | A |
80 to 100 | 5.00 | A+ |
All education boards list (Bangladesh)
শিক্ষা বোর্ডসমূহের নাম | শিক্ষা বোর্ডসমূহের লিংক |
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড | http://www.bteb.gov.bd |
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড | http://www.bmeb.gov.bd |
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা | http://dhakaeducationboard.gov.bd |
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম | http://www.bise-ctg.gov.bd |
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা | http://www.comillaboard.gov.bd |
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী | http://www.rajshahieducationboard.gov.bd |
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর | http://www.jessoreboard.gov.bd |
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল | http://www.barisalboard.gov.bd |
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট | http://sylhetboard.gov.bd |
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর | http://www.dinajpureducationboard.gov.bd |
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ | https://www.mymensingheducationboard.gov.bd |