শিক্ষা বার্তা

প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ২ মার্চ থেকে

প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস (১ম থেকে ৫ম শ্রেণি) ২ মার্চ ২০২২ (বুধবার) থেকে শুরু হবে সশরীরে। আর প্রাক-প্রাথমিকে (প্লে, নার্সারি, কেজি) ক্লাস শুরু হবে এরও দুই সপ্তাহ পর। করোনা সংক্রমণের হার কমায় গত ২২ ফেব্রুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠনাগুলোতে সশরীরে পাঠদান শুরু হলেও প্রাথমিকের ক্লাস শুরুর তারিখ ২ মার্চ ২০২২ নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকের (১ম-৫ম) ক্লাস চলবে ২ মার্চ রমজান মাসের ২০ তারিখ (২০ রমজান / এপ্রিলের শেষ সপ্তাহ) পর্যন্ত। ২১ রমজান থেকে শুরু হবে ঈদুল ফিতরের ছুটি। ঈদের ছুটি শেষে আবার যথারীতি ক্লাস শুরু হবে।

জানা গেছে, ২৭ ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২০ রমজান পর্যন্ত প্রাথমিকের ক্লাস চলবে। এরপর ২১ রমজান থেকে ঈদের ছুটি শুরু হবে। ঈদের পর আবার আগের নিয়মে ক্লাস শুরু হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২ মার্চ থেকে প্রাথমিকে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম শুরু হলেও মাস্ক পরা বাধ্যতামূলক। এটি শিক্ষক ও অভিভাবকরা নিশ্চিত করবেন ।

Rate this post

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!