জেনে রাখুন

মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড আবেদন কিভাবে, নিয়ম দেখুন [muktopaath.gov.bd]

মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড আবেদন কিভাবে করবেন, বিস্তারিত নিয়ম এই পোস্টে তুলে ধরা হয়েছে। ১০০% কোর্স সম্পন্ন করা প্রার্থীরা ttps://muktopaath.gov.bd ওয়েবসাইটে কোর্সের সার্টিফিকেটের জন্য আবেদন করুন। অনুমোদন হলে অনলাইন থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড আবেদন করার নিয়ম / ধাপ

Muktopaath certificate download করা যাবে ইন্টারনেটযুক্ত কম্পিউটার কিংবা মোবাইল থেকে। এর জন্য প্রথমে https://muktopaath.gov.bd সাইটে ভিজিট করুন।

  • ১ম ধাপ : প্রথমে https://muktopaath.gov.bd -এ ক্লিক করে মুক্তপাঠ ওয়েবসাইটে যান।
  • ২য় ধাপ : লগইন করার জন্য Log in মেন্যুতে গিয়ে Email ও Password দিয়ে লগইন করে বামপাশের সার্টিফিকেট অপশনে ক্লিক করুন।
  • ৩য় ধাপ : এবার আপনি যে কোস ১০০% সম্পন্ন করেছেন সেই কোর্সের সার্টিফিকেটের আবেদন করতে হবে। যদি আপনি পূর্বে আবেদন করে থাকেন, অনুমোদন হলে সেই কোর্সের সার্টিফিকেট Download করতে পারবেন।

কয়েক দিনের মধ্যেই সার্টিফিকেট প্রাপ্তির আবেদন অনুমোদন হয়ে যায় সাধারণত। এরপরই Muktopaath Certificate Download করা যাবে https://muktopaath.gov.bd ওয়েবসাইটে লগইন করে।

মুক্তপাঠ সার্টিফিকেট চেক করুন

 মুক্তপাঠ সার্টিফিকেট কোথায় ব্যবহার করা যাবে

  •  মুক্তপাঠ কোর্স সম্পন্ন করার পর যে সার্টিফিকেট দেয়া হয়, সেটিই কোর্স প্রোভাইডার প্রতিষ্ঠানের অথরাইজড সার্টিফিকেট। বিভিন্ন ক্ষেত্রে এই সার্টিফিকেটের মূল্যায়ন আছে।

  • বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছে মুক্তপাঠের নির্দিষ্ট কিছু কোর্সের গ্রহণযোগ্যতা রয়েছে। যেমন : স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালনায় চিকিৎসকদের জন্য করোনা ভাইরাস (কোভিড-১৯) সম্পর্কিত অনলাইন প্রশিক্ষণ কোর্সটি করে শুধু মাত্র চিকিৎসকরা সেচ্ছাসেবী চিকিৎসক হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা কন্ট্রোল হটলাইনে যুক্ত হয়ে চিকিৎসা পরামর্শ ও সেবা দিতে পারছেন।

  • এছাড়া, সরকারি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষকদের মধ্য থেকে A2i পরিচালিত ICT4E জেলা অ্যাম্বাসেডরশিপ প্রোগ্রামের আওতায় অ্যাম্বাসেডর নির্বাচিত হতে হলে মুক্তপাঠের বেসিক টিচার্স ট্রেনিং ও মাল্টিমিডিয়া কনটেন্ট ডেভেলপমেন্ট কোর্স ২টি করা ও এর সার্টিফিকেট প্রদর্শন করা বাধ্যতামূলক।

মুক্তপাঠ সার্টিফিকেটের নমুনা (sample)

মুক্তপাঠ সার্টিফিকেটের নমুনা (sample)
Muktopaath certificate download

মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড না হলে কী করণীয়?

মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড না হলে এই সমস্যার কথা জানিয়ে কোর্সের নাম ও ব্যাচ নম্বর সহ ইমেইল করুন info.muktopaath@gmail.com ঠিকানায়।

4.2/5 - (5 votes)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!