অন্যান্য পোর্টাল

[রেজাল্ট PDF] NSI ফিল্ড অফিসার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা- (NSI/CNP) ফিল্ড অফিসার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নের সঠিক উত্তর দেখুন। ২৩ জুন ২০২৩ তারিখ সকাল ১০টা থেকে নেওয়া হচ্ছে এই নিয়োগ পরীক্ষা। এখানে পরীক্ষা শেষে আপনারা প্রশ্নের সঠিক সমাধান পেয়ে যাবেন। তার জন্য আপনাকে এই সাইট ভালো করে ভিজিট করে প্রতিটি বিষয় এর উপর আলাদা প্রশ্নের সমাধান দেখতে পারবেন। আসুন আমরা প্রশ্নের সঠিক সমাধান এখান থেকে দেখি।

NSI/CNP ফিল্ড অফিসার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা- (NSI/CNP) এর পরীক্ষার সময়সূচী

  • পরীক্ষার তারিখ: ২৩ জুন ২০২৩ (প্রবেশপত্র দেখুন)
  • পদের নাম: ফিল্ড অফিসার পদ।
  • পদসংখ্যা: ২৬ টি।
  • পরীক্ষার সময়: সকাল ১০টা থেকে।
  • পরীক্ষার স্থান: ঢাকা।
  • প্রবেশপত্র: প্রকাশিত।

NSI নিয়োগ পরীক্ষার MCQ মার্ক

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (CNP/NSI)- এর ‘ফিল্ড অফিসার’, ‘Assistant Director’ ও ‘Research Officer’ এর প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য মানবণ্টনঃ

৮০ টি প্রশ্ন থাকবে। ১০০ মার্কস। প্রতিটি প্রশ্নের মান ১.২৫ করে। ০.২৫ নেগেটিভ প্রতিটি ভুল উত্তরের জন্য।

বিষয়ভিত্তিক মানবণ্টন (সম্ভাব্য):

১। বাংলা – ১৫ টি প্রশ্ন

২। ইংরেজি- ১৫ টি প্রশ্ন

৩। গণিত- ১০ টি প্রশ্ন

৪। সাধারণ জ্ঞান, দৈনন্দিন বিজ্ঞান, কম্পিউটার- ৪০ টি প্রশ্ন

341205460 1005185850860101 2420746489118773174 n

NSI এর ফিল্ড অফিসার বাংলা বিষয়ঃ

NSI এর ফিল্ড অফিসার পরীক্ষা বাংলায় ২০টির মতোন প্রশ্ন এসে থাকে যার মধ্যে ১৪-১৫টি আসে বাংলা ব্যাকরণ এবং ৪-৫টি প্রশ্ন আসে বাংলা সাহিত্য থেকে।

Part : A = বাংলা ব্যাকরণ

নিচের দেওয়া এই ৬টি টপিক পড়লে ১৪-১৫টি ব্যাকরণ পার্ট থেকে Almost ৯-১০টি প্রশ্ন পাড়ার মতোন প্রস্তুতি ভালোমতো হয়ে যাবে ইনশাআল্লাহ। কারন এই Category এর টপিক গুলো NSI এর পছন্দের টপিক।

– সমাস
– কারক ও বিভক্তি
– সন্ধি বিচ্ছেদ
– শব্দ
– শুদ্ধ -অশুদ্ধ বানান
– পরিভাষা ও বাংলা অনুবাদ

এছাডাও এই Category এর টপিক গুলো পড়লে প্রতিটি টপিক থেকে Almost ১টি করে Question আসার সমূহ সম্ভাবনা আছে।
– উপসর্গ
– বাক্য
– ধবনি + ধবনি পরিবর্তন
– বাগধারা
– বিপরীত শব্দ
– এক কথায় প্রকাশ
– সমার্থক শব্দ
Category : 03 = বাংলা সাহিত্য
মূলত এই অংশ থেকে ৪-৫টির মতোন প্রশ্ন এসে থাকে। তাই নিচের Step গুলো মেনে NSI এর বাংলা সাহিত্যে প্রস্তুতি নেওয়া যেতে পারে।

NSI এর ফিল্ড অফিসার ইংরেজি বিষয়

এই Category এর টপিকগুলো থেকে NSI এর ইংরেজির প্রায় ৫০-৬০% প্রশ্ন এসে থাকে। এখানে Sentence Correction এর উপর অনেক প্রশ্ন এসে থাকে।
– Sentence Correction
– Formation of Parts of Speech and Identification of Parts of Speech.
– Idioms And Phrases
– Preposition
– Group Verb
– Synonym
– Right Form of Verb

এছাডাও এই টপিক গুলো থেকে ১টি করে প্রশ্ন আসতে ইতোপূর্বে দেখা গিয়েছে।

– Antonym
– Voice Change
– Translation
– Correct Spelling
– Tense

NSI গনিত বিষয়:

গনিতের জন্য নিচের টপিক গুলো ভালোমতো করে গেলেই হবে ইনশাআল্লাহ। কারন NSI পরীক্ষায় এসব টপিক থেকে বারংবার Question এসেছে। Topic : ​Time Work, Interest, Probability, Number System, Algebra, Geometry, LCM and HCF, Equation, Inequality, Profit and loss, Percentage, Ratio and Analytical ability

NSI সাধারন জ্ঞান :

১. আন্তজার্তিক প্রতিষ্ঠান ও বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান (বিসিএস প্রিলির আন্তজার্তিক এর ৫ম অধ্যায়) থেকে প্রশ্ন আসার রেকর্ড সবচেয়ে বেশি। তাই ডাইজেস্ট থেকে এই অধ্যায়টি পড়ে যাওয়া বেশ ভালো হবে।
২. এশিয়া – দক্ষিন এশিয়া দেশগুলো নিয়ে ভালো ধারনা রাখতে হবে (বিসিএস প্রিলির আন্তজার্তিক এর ১ম অধ্যায়)
৩. বাংলাদেশের উন্নয়নমূলক যেকোন কর্মকান্ড নিয়ে ধারনা রাখতে হবে।
৪. বাংলাদেশ বিষয়াবলির বিসিএস প্রিলি সিলেবাসের ১ম অধ্যায়, ৪র্থ অধ্যায়, ৭ম অধ্যায়, ৯ম অধ্যায় নিয়ে ধারনা রাখতে হবে।
৫. কম্পিউটার থেকে বেসিক বিষয় গুলো জানতে হবে। এখান থেকে ২/৩ মার্কস এর Question আসতে পারে।

NSI প্রশ্ন সমাধান ফিল্ড অফিসার ২০২৩

NSI Question সমাধান সুনির্দিষ্ট করে বলা কঠিন তবুও ইতোপূর্বে NSI তে হওয়া Question গুলো Analysis করলে উপরের একটা Pattern দাঁড় করানো যায়। তাই NSI এর পরীক্ষার জন্য Standard Preparation নিতে এই পোস্ট কিছুটা সহায়ক ভূমিকা পালন করবে। সৃষ্টিকর্তা সবার মনের আশা পূরন করুক এই কামনা করি এবং আমার জন্য দোয়া রাখবেন সবাই।

355827427 741577224639691 803215
355735478 741577884639625 514615
356024488 741577501306330 197521
355674534 741577447973002 902790

NSI ফিল্ড অফিসার রেজাল্ট ২০২৩

আজকের পরীক্ষার প্রশ্নের সঠিক উত্তর আপনারা এখান থেকে দেখতে পারবেন। আসুন পরীক্ষা শেষে প্রশ্নের সঠিক উত্তর এখান থেকে দেখে নেই। আপনি “NSI ফিল্ড অফিসার রেজাল্ট কিভাবে দেখবেন?” এই বিষয়ে জিজ্ঞাসা করেছেন। এখানে ক্লিক করে সহজেই রেজাল্ট দেখতে পারবেন।

NSI (জাতিস্বর নিরাপত্তা পরিদর্শক প্রতিষ্ঠান) ফাইল্ড অফিসার পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় সরকারি ওয়েবসাইটে বা NSI-এর সংশ্লিষ্ট ওয়েবসাইটে। আপনি নিচের ধাপগুলো অনুসরণ করে ফলাফল দেখতে পারেন:

Rate this post

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!