আদম তমিজি হক এবার পাসপোর্ট পুড়িয়ে ভাইরাল, কারণ জানালেন

আদম তমিজি হক (Adam tamizi haque) এবার পাসপোর্ট পুড়িয়ে ভাইরাল হলেন। ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসে তিনি লাইভ করে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং ক্ষোভ ঝাড়েন।
ভিডিওতে আদম তমিজি হক বলেন, আমি আদম তমিজি হক বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতা ছিলাম। আওয়ামী লীগ আমার ১ হাজার কোটি টাকা মেরে দিয়েছেন। আমাকে দেশ ছাড়া করেছে। আমাকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর চেষ্টা করছে।
এই কারণে আমি বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করলাম। আমার এদেশের নাগরিকত্ব আর চাচ্ছি না। কারণ এদেশের নাগরিক হওয়ার যোগ্যতা আমার নেই। আমার যোদি কোনো ক্ষতি হয় তাহলে আপনারা বুঝে নিয়েন কারা আমার এই ক্ষতি করছে।
উল্লেখ্য, এই ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি ও নুরুল ইসলাম নুরুকে নিয়ে মন্তব্য করে একের পর এক স্ট্যাটাস দিতে থাকেন হক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হক।
এরপর আরো তিনবার লাইভে আসেন তিনি।

আদম তমিজি হক কে
জন্ম ও স্থান | ২৯ ডিসেম্বর, ১৯৭৬। ইস্কাটন, ঢাকা |
---|---|
জাতীয়তা | বাংলাদেশি (অন্য দেশের নাগরিকত্বও রয়েছে) |
শিক্ষা | স্নাতক |
উচ্চশিক্ষা প্রতিষ্ঠান | মিডলসেক্স বিশ্ববিদ্যালয়, লন্ডন, ইংল্যান্ড |
পেশা | শিল্পপতি, ব্যবসায়ী, সমাজসেবক |
কর্মজীবন | এমডি, এ.টি. হক লিমিটেড। সময়কাল : ২০০২ থেকে বর্তমান। |
প্রতিষ্ঠান | এ. টি. হক লিমিটেড |
পেশা উপাধি | ব্যবস্থাপনা পরিচালক (এমডি) |
সংগঠন | মানবিক বাংলাদেশ সোসাইটি |
দাম্পত্য সঙ্গী (স্ত্রী) | লিজা আদম হক, নুসরাত হক |
সন্তান | ৫ জন |
পিতা-মাতা | তমিজুল হক (ব্যারিস্টার এট-ল), ইয়াছমিন হক |