আজও ভালো চোর আছে পৃথিবীতে : মানিব্যাগ ফেরত পেয়ে নারী পর্যটকের স্ট্যাটাস

বছরজুড়ে পাহাড়-পর্বতে ঘুরে বেড়ান ভারতের পশ্চিমবঙ্গের বাঙালি পর্যটক সানিয়া ধর। ভারতীয় ও বাংলাদেশি তার ফলোয়ার সংখ্যা নেহাত কম নয়। ঘুরোঘুরির ছবি, অনুভূতি-অভিজ্ঞতার কথা প্রায়ই তিনি শেয়ার দেন তার ফেসবুকে।
এবার ব্যতিক্রমধর্মী এক ঘটনার স্বাক্ষী হলেন তিনি। ভারতের যাদবপুর স্টেশন থেকে ছাড়া ট্রেনে “মানবিক” চোরের কবলে পড়লেন তিনি। এই অভিজ্ঞতার কথাও লিখেছেন তার ফেসবুক ওয়ালে। তার স্ট্যাটাসটি এখানে হুবহু তুলে ধরা হলো–
“আজ ট্রেনে সবে উঠেছি, একটা স্টেশনও পার হয়নি এমন সময় হঠাৎ মনে হলো ব্যাগে কেউ হাত দিয়েছে। যা ভেবেছি একদমই তাই। ব্যাগ থেকে টাকার ব্যাগ বের করে নিয়েছে। ব্যাগে টাকা পয়সার থেকেও বড় কথা নানান ডকুমেন্টস ছিল, দরকারি পেনড্রাইভ ছিল। আর ওই মুহূর্তে ঠিক করে মনেও পড়ছে না আরও কোনো দামী জিনিস ছিল কিনা। কী মনে হলো, আমি সবার উদ্দেশ্যে ঘোষণা করার স্টাইলে বললাম – ‘ব্যাগ যে নিয়েছে সে এখানেই আছে। ব্যাগে এক টাকাও নেই, ব্যাগটা চেক করে কাইন্ডলি ফেলে দিন, আমি খুঁজে নেব। অনেক ডকুমেন্টস আছে, খুব উপকার হয়, প্লিজ।’
আজও ভালো চোর আছে এই পৃথিবীতে। উনি ব্যাগটা সত্যি ফেলে দিয়েছেন আমার পায়ের কাছে। ব্যাগে টাকা ছিল, আমার অভিনয়কে বিশ্বাস করে উনি ব্যাগটা চেকও করেননি। ওনাকে সরি বলা হলো না। ব্যাগটা দেওয়ার জন্য ধন্যবাদও জানানো হলো না। যদি উনি পোস্টটি দেখেন সেই উদ্দেশ্য একটু চেষ্টা করলাম। চোর ম্যাডাম, একটু মানুষের অভিনয়কে কম পাত্তা দেবেন, আপনার মত ভালো সবাই নাই হতে পারে। ব্যাগটা দেওয়ার আগে একটু চেক করবেন না?”