খেলাধূলা

ক্রিকেটার মেহরাব হোসেন জুনিয়র হলেন কানাডার পুলিশ

বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার মেহরাব হোসেন জুনিয়র হলেন কানাডার পুলিশ কর্মকর্তা। মেহরাব হোসেন জুনিয়র খেলেছেন বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দলের হয়ে। এক সময় ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান। তবে থিতু করতে পারেননি নিজের জায়গা।

খেলেছেন তামিম ইকবাল, শাহরিয়ার নাফিজদের সাথে জুটি বেধে। আর এখন ৩৬ বছর বয়সে যোগ দিলেন কানাডায় পুলিশ অফিসার হিসেবে।

ক্রিকেট ছেড়ে দেশও ছেড়েছেন বেশ কয়েক বছর আগে। কানাডায় স্ত্রী ও তিন সন্তান নিয়ে বেশ ভালোই দিন কাটছে মেহরাব জুনিয়রের। কানাডায় পুলিশে যোগ দিয়ে ক্রিকেটের মানুষটা এখন সামলাবেন দেশটির আইন শৃঙ্খলা।

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল মেহরাবের। সবশেষ খেলেছিলেন ২০০৯ সালে সেই জিম্বাবুয়ের বিপক্ষেই। এরপর লাল-সবুজের জার্সিতে মাঠে নামার স্বপ্ন দেখলেও সেটি আর হয়ে ওঠেনি। হতাশ হয়ে পাড়ি জমিয়েছিলেন কানাডায়। সেখানে স্ত্রী ও তিন সন্তান নিয়ে বসবাস করছেন মেহরাব। 

ঢাকায় জন্মগ্রহণকরেন বাংলাদেশের সাবেক এই আন্তর্জাতিক ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। এছাড়াও, বাংলাদেশ এ, অনূর্ধ্ব-১৯ দল, মধ্যাঞ্চল, চিটাগং কিংস, ঢাকা বিভাগ, ঢাকা মেট্রোপলিশে খেলেছেন তিনি। দলে তিনি মূলতঃ ব্যাট হাতে মাঠে নামতেন। বামহাতি মাঝারি সারির ব্যাটসম্যান তিনি ও স্লো লেফট আর্ম বোলিং করে থাকেন যা তাকে প্রকৃত অল-রাউন্ডার হতে গড়ে তুলতে সহায়তা করেছে।


বাংলাদেশের হয়ে মেহরাব খেলেছেন ৭টি টেস্ট, ১৮টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি ম্যাচ। ব্যাট হাতে ৭ টেস্টে করেছেন ২৪৩ রান, যেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৩ রানের ইনিংসই ক্যারিয়ার সেরা। ১৮ ওয়ানডেতে করেছেন ২৭৬ রান, ফিফটি আছে একটি। আর ২ টি-টোয়েন্টিতে করেছেন মাত্র ১৬ রান। বল হাতে ৭ টেস্টে ৪ ও ১৮ ওয়ানডেতে পেয়েছেন ৪ উইকেট।


বাংলাদেশের হয়ে মেহরাব খেলেছেন ৭টি টেস্ট, ১৮টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি ম্যাচ। ব্যাট হাতে ৭ টেস্টে করেছেন ২৪৩ রান, যেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৩ রানের ইনিংসই ক্যারিয়ার সেরা। ১৮ ওয়ানডেতে করেছেন ২৭৬ রান, ফিফটি আছে একটি। আর ২ টি-টোয়েন্টিতে করেছেন মাত্র ১৬ রান। বল হাতে ৭ টেস্টে ৪ ও ১৮ ওয়ানডেতে পেয়েছেন ৪ উইকেট।

এক নজরে মেহরাব হোসেন জুনিয়র

  • টেস্ট অভিষেক (ক্যাপ ৪৭)
  • ৩ জুলাই ২০০৭ বনাম শ্রীলঙ্কা এবং
  • শেষ টেস্ট ৩ জানুয়ারি ২০০৯ বনাম শ্রীলঙ্কা
  • ওডিআই অভিষেক (ক্যাপ ৮২)
  • ১৩ অক্টোবর ২০০৬ বনাম জিম্বাবুয়ে
  • শেষ ওডিআই ১৮ আগস্ট ২০০৯ বনাম জিম্বাবুয়ে
5/5 - (3 votes)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!