অন্যান্য পোর্টাল

www cineplexbd.com স্টার সিনেপ্লেক্স টিকেট অনলাইন বুক ২০২৩ ওয়েবসাইট লিংক

স্টার সিনেপ্লেক্স Star Cineplex সিনেমা হলে বর্তমানে প্রচারিত হচ্ছে সুরঙ্গ, প্রিয়তমা, লাল শাড়ি, প্রহেলিকা ইত্যাদি সিনেমাগুলো। সারা বাংলাদেশে তাদের মোট শাখার সংখ্যা আটটি। এর মধ্যে ঢাকা সহ চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী, ও সিলেট শহরগুলোতে তাদের একটি করে সিনেপ্লেক্স রয়েছে। সকল শাখার টিকেট অনলাইন বুক করতে হয়। এখন আমরা আপনাদেরকে অনলাইন থেকে স্টার সিনেপ্লেক্স টিকেট বুক করার নিয়ম এবং ওয়েবসাইট লিংক প্রদান করব।

যেহেতু বর্তমানে ঈদের চলচ্চিত্র থাকার কারণে বেশ চাপ রয়েছে। তাই অনলাইনে তাদের ওয়েবসাইট ভিজিট করার ক্ষেত্রে একটু সমস্যা দেখা যাচ্ছে। তবে এই প্রবলেমটি বেশিদিন থাকবে না বলে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। অনলাইনে টিকেট বুক করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট লিংক ফলো করতে হবে। ওয়েবসাইট থেকে টিকিট বুক করার লিংক নিচে দেওয়া হল:

https://www.cineplexbd.com/

http://ticket.cineplexbd.com/

এখানে দেওয়া দ্বিতীয় লিংকটি ক্লিক করলে সরাসরি স্টার সিনেপ্লেক্স এর মেইন ওয়েবসাইটে চলে যাবে। আর আপনি সেখান থেকে এই সিনেমা হল সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। দ্বিতীয় লিংক থেকে আপনি সরাসরি টিকেট ক্রয় করার পেইজে চলে যাবেন।

Top Stories

Star Cineplex ticket স্টার সিনেপ্লেক্স টিকেট মূল্য

এখানে টিকিটের মূল্য ভিন্ন ভিন্ন ভাগে বিভক্ত থাকে। দেশি বিদেশি এবং 2D, 3D সিনেমা ভেদে টিকেটের মূল্য নির্ধারণ করা হয়। তবে ২০০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত এখানে টিকেট বিক্রয় করা হয়। মূলত আপনি যে ধরনের সিনেমা দেখতে চান এবং হলের যে পজিশনে বসতে চান তার উপর ভিত্তি করে টিকেট মূল্য নির্ধারণ হবে।

স্টার সিনেপ্লেক্স প্রদর্শনীর সময়

সাধারণত প্রতিটি হলে সিনেমার প্রদর্শনী শুরু সকাল ১০ ঘটিকা থেকে এবং সর্বশেষ প্রদর্শনী রাত ১০ ঘটিকা পর্যন্ত। তবে আমরা দেখতে পেয়েছি দুপুর 12:30 ঘটিকার সময় যে প্রদর্শনটি শুরু হয় তাতে অনেক বেশি ভিড় লক্ষ্য করা যায়।

স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকেট Location

Star Cineplex movie schedule

এই মুভির সিডিউল জানতে হলে অবশ্যই আপনাকে তাদের ফেসবুক পেজ অথবা সরাসরি ওয়েবসাইট লিংকে ক্লিক করে দেখতে পারবেন। আর আমাদের মাধ্যমে জানতে হলে এই পোস্টের নিচে কমেন্ট করতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে এখানে ক্লিক করুন

STAR Cineplex movie schedule tomorrow, Star Cineplex movie schedule and Price, Bashundhara Cineplex movie schedule

Rate this post

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!